Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য চাষ সম্পর্কিত যে কোন সেবা প্রাপ্তির জন্য উপজেলা মৎস্য অফিস, গৌরীপুর এ যোগাযোগ করুন

০১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ২৫ সে.মি (১২ ইঞ্চি) এর নিচের ইলিশ (জাটকা) ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উল্লেখিত সময়ে জাটকা ইলিশ মাছ হতে বিরত থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি।


আমাদের অর্জনসমূহ
  • মোট মাছের উৎপাদন: ৪৬.২১ লক্ষ মে.টন
  • বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ৫ম।
  • মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ৩য়।
  • মাছ উৎপাদন বৃদ্ধির হারে বিশ্বে ২য়।
  • ইলিশ উৎপাদনে বিশ্বে ১ম।
  • তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ, এশিয়ায় ৩য়।
  • জিডিপিতে অবদান ৩.৫৭ শতাংশ, কৃষিজ জিডিপিতে ২৬.৫০ শতাংশ
  • ৪০৮৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন
  • মাথাপিছু মাছ গ্রহণের হার ৬২.৫৮ গ্রাম
  • হালদাকে “বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ” ঘোষণা 
  • ৩০ প্রজাতির বিলুপ্তপ্রায় প্রজাতির প্রজনন কৌশল আবিস্কার
  • “লাইভ” জিন ব্যাংক স্থাপন
  • ৪র্থ প্রজন্মের উচ্চ ফলনশীল “সুবর্ণ রুই” উদ্ভাবন
  • ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ
  • ২০ মে-২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
  • নভেম্বর থেকে জুন জাটকা ধরা বন্ধ
  • ৬ টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
  • ৬৯৮ বর্গ কি.মি এলাকা “সামুদ্রিক সংরক্ষিত এলাকা” Marine Reserve ঘোষনা

ভিডিও সমূহ

মানচিত্র