Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য চাষ সম্পর্কিত যে কোন সেবা প্রাপ্তির জন্য উপজেলা মৎস্য অফিস, গৌরীপুর এ যোগাযোগ করুন


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, গৌরীপুর, ময়মনসিংহ-এর জীবন বৃত্তান্ত

মো: হারুন-অর-রশিদ

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

গৌরীপুর, ময়মনসিংহ।


মোঃ হারুন-অর-রশিদ ০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, গৌরীপুর, ময়মনসিংহ পদের দায়িত্বভার গ্রহণ করেন। এ কর্মস্থলে দায়িত্ব পালনের পূর্বে তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা, টাঙ্গাইল জেলার সদর উপজেলা, নেত্রকোণা উপজেলার কেন্দুয়া, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। জনাব রশিদ কিশোরগঞ্জ জেলাধীন পাকুন্দিয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে মাধ্যমিক এবং গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ হতে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ২০০৬ সালে বিএসসি অনার্স ইন ফিশারিজ ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় হতে ২০০৮ সালে এম এস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী  হলের আবাসিক ছা্ত্র ছিলেন।


মো: হারুন-অর-রশিদ ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১০ সালে বিসিএস (মৎস্য) ক্যাডারে যোগদান করেন। তিনি ২৮তম বিসিএস (মৎস্য) ক্যাডারের মেধা তালিকায় প্রথম হন। তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে বিভিন্ন কর্মস্থলে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১-২০২২ আর্থিক সালে “জাতীয় শুদ্ধাচার পুরস্কার” অর্জন করেন।


তিনি দেশে এবং সুদূর চীনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারিদের প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

ভিডিও সমূহ

মানচিত্র