Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য চাষ সম্পর্কিত যে কোন সেবা প্রাপ্তির জন্য উপজেলা মৎস্য অফিস, গৌরীপুর এ যোগাযোগ করুন

০১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ২৫ সে.মি (১২ ইঞ্চি) এর নিচের ইলিশ (জাটকা) ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ উল্লেখিত সময়ে জাটকা ইলিশ মাছ হতে বিরত থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি।


এক নজরে

এক নজরে গৌরীপুর উপজেলার  মৎস্য বিষয়ক  তথ্যাবলী

০১.  উপজেলার  আয়তনঃ- ২৭৭ বর্গ কিলোমিটার।

০২.  লোক সংখ্যাঃ- (ক)পুরুষ- ১,৭৫,১০৩ জন।

                         (খ)মহিলা-১,৮২,২৫০ জন।

                          মোট= ৩,৫৭,৩৫৩ জন। (২০২১ জনশুমারী অনুযায়ী)

০৩. পৌরসভাঃ- ০১টি।

০৪.  ইউনিয়নঃ- ১০ টি।

০৫.  হাট বাজারের সংখ্যাঃ- ১৫ টি।

০৬.  মৎস্য আড়তের সংখ্যাঃ- ৫৯টি।

০৭.  বরফ কলের সংখ্যাঃ-০৮টি।

০৮.  জলমহালের সংখ্যাঃ-(ক) ২০ একরের উর্ধ্বে-০৩ টি।

                                       আয়তন- ১৬২ হেঃ।

                                (খ)  ২০ একরের নীচে – ০৫টি ।

                                      আয়তন- ৪৮ হেঃ।

০৯.  নদীঃ- ০৩ টি।

      ” আয়তন- ২৬০ হেঃ।

১০.  খালের সংখ্যাঃ-১১ টি।

       ”    আয়তন- ৭২ হেঃ।

১১.  বিলের সংখ্যাঃ- ২২ টি।

      ”    আয়তন- ১৯৮ হেঃ।

১২.  পুকুরের সংখ্যাঃ-৯,৩৭৮ টি।

      ”    আয়তন- ১৫১৮ হেঃ।

১৩. খাস পুকুরের সংখ্যাঃ-২৫ টি।

      ”    আয়তন- ১৪ হেঃ।

১৪.  মৎস্য হ্যাচারীঃ-  (ক)বেসরকারী-৫৭ টি।

                         (খ)সরকারী- ০১ টি।

১৫.  মৎস্য নার্সারীর সংখ্যাঃ- ৭২ টি।

১৬. মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ প্রকল্প সংখ্যা- ০৮ টি।

     সুফলভোগীর সংখ্যাঃ -(ক) পুঃ-০৭ জন।

                               (খ) মঃ-০১ জন।

১৭. মৎস্য অভয়াশ্রম-০১ টি (নন্নী নদী অভয়াশ্রম, বালিয়াপাড়া, সিধলা)।

১৮. নিবন্ধিত জেলের সংখ্যা-২০৮১ জন। 

১৯. মৎস্য খাদ্য কারখানা-০১ টি (অরিজা এগ্রোপ্রোডাক্টস লি. গুজিখা, গৌরীপুর)।

২০. মৎস্য খাদ্য বিক্রেতার সংখ্যা-৮৭ জন।

২১. জাতীয় পুরস্কার প্রাপ্ত হ্যাচারি-০৫ টি।

২২. গুরুত্বপূর্ণ কার্যক্রম:  ‍ক) প্রদর্শণী  স্থাপন

                                       খ) ট্রেনিং

                                       গ) বিল নার্সারি স্থাপন

                                       ঘ) মতবিনিময় সভা

২৩. মাছের চাহিদাঃ-৭৮২৬.০৩ মেঃটন।

            উৎপাদনঃ-১৪৪৪৩.৬৫ মেঃ টন।

          উদ্বৃত্ত/ঘাটতি ৬৬১৭.৮২ মেঃটন    ।

ভিডিও সমূহ

মানচিত্র